রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১:২৪

ভোট চাইলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

 ভোট চাইলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

রাজশাহী: রাজশাহীর বাঘায় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় বাঘা উপজেলার আড়ানী মনোমোহীনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ সরকার যতো উন্নয়ন করেছে, যতো মানুষের পাশে থেকেছে, অন্য কোন সরকার এমনভাবে উন্নয়ন করতে পারেনি। তাই আপনারা পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।’

এ সময় আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম বলেন, ‘রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকায় উন্নয়ন করে আমরা প্রমাণ করেছি, নৌকায় ভোট দিলে দেশের ও জনগণের উন্নয়ন হয়। তাই আগামী ৩০ ডিসেম্বর স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় মাসের আরেকটি বিজয় উদযাপন করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক জেলা কোর্স আনোয়ার মোস্তাকিন টরে, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে