শুক্রবার, ১৭ মে, ২০১৯, ০৯:৪১:৪৯

প্রকাশ্যে আমে মেশানো হচ্ছে বিষাক্ত কীটনাশক!

প্রকাশ্যে আমে মেশানো হচ্ছে বিষাক্ত কীটনাশক!

রাজশাহী: আমের মৌসুম এখন। তাই চাহিদা বেশ। এই সুযোগে অপরিপক্ক আমে রং নিয়ে আসতে স্প্রে করা হচ্ছে। যাতে আম পাকা দেখায়। বেশি লাভের আশায় এই কাজটি করা হচ্ছে।

রাজশাহীর চরঘাটা বাঘা উপজেলায় আমের বাগানগুলোতে দেখা যায়, প্রকাশ্যে সরাসরি আমের উপর কীটনাশক দেওয়া হচ্ছে। কীটনাশকের এত গন্ধ যে, যারা স্প্রে করছেন তারা তা সহ্য করতে পারছেন না। তাই মুখে গামছা বেধে ওষুধ ছিটানো হচ্ছে।  উপজেলায় আমের বাগানগুলোতে দেখা যায়, প্রকাশ্যে সরাসরি আমের উপর কীটনাশক দেওয়া হচ্ছে। কীটনাশকের এত গন্ধ যে, যারা স্প্রে করছেন তারা তা সহ্য করতে পারছেন না। তাই মুখে গামছা বেধে ওষুধ ছিটানো হচ্ছে। 

 ক্লোরসিম, ইকোমেথ্রিন এবং এক ধরণের পাউডার ড্রামে করে পানির সঙ্গে মেশানো হচ্ছে। এরপর ড্রাম থেকে সেলো মেশিনের মাধ্যমে তা আমে দেওয়া হচ্ছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে