শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০৭:০৮:৫৯

আমার মৃত্যু অনিবার্য, কালকেও মা'রা যেতে পারি: গয়েশ্বর

আমার মৃত্যু অনিবার্য, কালকেও মা'রা যেতে পারি: গয়েশ্বর

রাজশাহী থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পুলিশের উদ্দেশে বলেন, মামলা যত পারেন দেন, মামলার ভ'য় করি না। আমার মৃ'ত্যু অ'নিবা'র্য। আমি কালকেও মা'রা যেতে পারি। কিছুক্ষণ পরেও মা'রা যেতে পারি।

তিনি বলেন, আমার মৃত্যুই যখন আমি রোধ করতে পারব না, তখন জেলখানার ভ'য় দেখাবেন না। এরপর থেকে যত মামলা দিক, আর কোনো কোর্টের বারান্দায় হাজিরা না। যা ফয়সালা হবে, রাস্তায় ফয়সালা হবে।

বিএনপির কারাবন্দি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ সব কথা বলেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে শনিবার দুপুরে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন আমাদের করতে হবে। এটি আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করব। অ'ন্যা'য়ের প্র'তিবা'দ করব। এই রাজপথ সরকারকে ইজারা দেয়া হয়নি। এই রাজপথ জনগণের।

তিনি বলেন, সেই রাজপথে হাঁটার অধিকার জনগণের আছে। সমাবেশ করার অধিকার আছে এবং আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং চলবে। এরপর থেকে সরকারের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। সরকারের অনুমতি নিয়ে কখনও আন্দোলন হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে