মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০৫:৩৯:২২

মৃ'ত ব্যক্তির দাফনে এলাকাবাসীর বাধা, পুলিশের উপস্থিতিতে দাফন

মৃ'ত ব্যক্তির দাফনে এলাকাবাসীর বাধা, পুলিশের উপস্থিতিতে দাফন

রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা উপজেলায় 'করোনা ভাইরাসে মৃত্যু' সন্দে'হে এক ব্যক্তির ম'রদেহ দাফনে বা'ধা দিয়েছে এলাকাবাসী। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যায়নি; স্বাস্থ্য বিভাগ এমন তথ্য নি'শ্চিত করার পর ওই দিন দুপুরে পুলিশের উপস্থিতিতে ম'রদেহ দাফন করা হয়।

জানা গেছে, রোববার রাতে বাজেকোলা গ্রামের আবদুল মান্নান (৪৬) নিজ বাড়িতে মারা যান। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে ম'রদেহ দাফনের প্রস্তুতি চলছিল। আবদুল মান্নান হঠাৎ মা'রা যাওয়ায় এলাকার লোকজনের সন্দে'হ হয়। তার মৃ'ত্যু করোনায় হয়ে থাকতে পারে এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহ দাফনে আপত্তি জানায় এলাকাবাসী।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল আবদুল মান্নানের বাড়িতে যায়। পরে স্বাস্থ্য বিভাগ নি'শ্চিত করে ওই ব্যক্তি হৃ'দরোগে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন। এই খবরে শান্ত হয় এলাকাবাসী। পরে পুলিশের উপস্থিতিতে সোমবার দুপুর ১টার দিকে আবদুল মান্নানের ম'রদেহ দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, হঠাৎ মারা যাওয়ায় লোকজনের মধ্যে আত'ঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আবদুল মান্নান করোনা ভাইরাসে আক্রা'ন্ত ছিলেন না। বেশি জমায়েত যাতে না হয়, এজন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। পরে পুলিশের উপস্থিতিতে তাকে দাফন করা হয়েছে।

মৃ'তের স্বজনরা জানান, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে হৃ'দরোগে আক্রা'ন্ত ছিলেন। জ্বর, সর্দি-কাশি বা করোনা আক্রা'ন্তের কোনো উপসর্গ ছিল না তার। বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃ'তের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এবং উপসর্গ দেখে মনে হয়েছে তিনি হৃ'দরোগে মা'রা গেছেন। করোনা ভাইরাস সং'ক্র'মণের উপসর্গ ছিল না তার। তিনি বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শেও যাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে