বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০৩:০৯:০৭

বেকার বসে না থেকে করোনার এই সুযোগে হাফেজ ডেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন পৌর মেয়র

বেকার বসে না থেকে করোনার এই সুযোগে হাফেজ ডেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন পৌর মেয়র

তানোর (রাজশাহী): পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস। সে হিসেবে দেশ-বিদেশের অনেক স্থানে সহিহশুদ্ধভাবে কোরআন শিক্ষার আসর কিংবা কোরআন পড়ার ব্যবস্থা করা হয়।

কিন্তু পৌরসভায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের কোনআন শিক্ষার ব্যবস্থার আয়োজন খুব কমই দেখা যায়। কিন্তু এটাও সম্ভব। পবিত্র কোরআন শিক্ষার এমন আয়োজনের মহান খেদমত চালু করেছেন তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তানোর পৌরসভার হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তানোর পৌর কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে পৌরসভায় সকল প্রকার কাজকর্ম বন্ধ থাকলেও করোনার প্রভাবে এই দুর্যোগ মুহূর্তে জনগণের মাঝে সরকারের ত্রাণ বিতরণের জন্য পৌর কার্যালয়ে অবস্থান করতে হচ্ছে।

রোজার কারণে যোহরের নামাজের পর বসে বসে খোশ গল্প আর আড্ডা দেয়া ছাড়া তেমন কোন কাজকর্ম থাকে না। এসময় সবাই মেয়রকে কোরআন শিক্ষার ব্যবস্থা চালুর কথা জানান। এর প্রেক্ষিতে গত ৯ মে থেকে পৌরসভার হলরুমে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করা হয়।

তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা/কর্মচারীরা অনেকেই কোরআন পড়তে জানেন না। করোনার প্রভাবে পৌরসভায় ছুটি রয়েছে কিন্তু সরকারের নির্দেশে ত্রাণ বিতরণের জন্য সকলকেই পৌর কার্যালয়ে থাকতে হচ্ছে। বেকার বসে না থেকে এই সুযোগে যেন সবাই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন সেজন্য একজন হাফেজ ডেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে