সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৬:২৩:০৬

আরও নতুন তিন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম

আরও নতুন তিন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম

রাজশাহী থেকে : করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের মধ্যেই বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছে রাজশাহীর আম। দ্বিতীয় চালান গেছে ইতালির মিলানে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানিয়েছেন, রাজশাহীর আম রপ্তানি করছে নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড। গতকাল রোববার আমের চালান গেছে মিলানে।

তিনি জানান, গত ১২ জুলাই প্রথমবারের মতো রাজশাহীর আম রপ্তানি হয় সুইজারল্যান্ডে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য এবং অস্ট্রিয়াতে আমের চালান যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার বছর ধরে ইউরোপের বাজারে যাচ্ছে রাজশাহীর আম। সব শ'র্ত মেনে ২০১৮ সালে ইউরোপের বিভিন্ন দেশে ২০ মেট্রিক টন আম রপ্তানি করেন রাজশাহীর ১৪ জন ব্যবসায়ী। এর আগে ২০১৭ সালে রপ্তানি করা হয়েছিল ৩০ মেট্রিক টন। আগামীতে রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে