বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০, ০৬:৫২:৫১

ঘটনার শুরু এক কাকের জন্য, মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা

ঘটনার শুরু এক কাকের জন্য, মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা

রাজশাহী: ঘটনার শুরু এক কাকের জন্য, গাছের মগডালে ঘুড়ির ছেঁড়া সুতায় ঝুলছিল একটি কাক। দীর্ঘ সময় ঝুলে থেকে কাকটির প্রাণ যায় যায় অবস্থা। এ সময় বিষয়টি চোখে পড়ে এক পথচারীর। তিনি কাকটি উদ্ধারে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ। ফোন পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঝুলে থাকা কাকটি উদ্ধার করেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের উদ্ধারকারীরা।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ৭ মিনিটে জাতীয় জরুরি সেবা থেকে তাদের কাছে ফোন আসে। জানানো হয় নগরীর লক্ষ্মীপুর মোড়ের রুপালী ব্যাংকের সামনের একটি গাছে আটকা পড়েছে একটি কাক। এমন খবরে তারা সঙ্গে সঙ্গে কাকটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু সেখানে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। ঘুড়ির ছেঁড়া সুতায় কাকটির পাখা ও পা জড়িয়ে ছিলো। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় কাকটি।

পরে সেটি সংবাদ প্রদানকারী উজ্জল হোসেন ও স্থানীয় দায়িত্বরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তারাই কাকটি অবমুক্ত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে