বৃহস্পতিবার, ০৮ জুলাই, ২০২১, ০১:৪৯:৫৪

দোকানপাট খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

দোকানপাট খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এবার লকডাউন প্রত্যাহার করে স্বাস্থবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর ব্যবসায়ী-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে। 
 
এ সময় ব্যবসায়ীরা জানান, করোনার কারণে এর আগেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। সে সময় ব্যবসা চালু হওয়ার পরে তারা কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিতে পারতেন। কিন্তু আবারও করোনার মহামারী প্রকট হওয়ায় রাজশাহী নগরীতে লকডাউন শুরু হয়। 

সারাদেশব্যাপী আবারও কঠোর লকডাউন শুরু হয়েছে। কয়েক সপ্তাহ থেকে তারা দোকানপাট বন্ধ রেখেছেন। এখন দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে পারছেন না। তাই লকডাউন প্রত্যাহার করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে তারা ব্যবসা করতে চান। 
 
এ সময় বিক্ষোভে নেতৃত্ব দেন বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহীর সভাপতি হারুনুর রশিদ, ব্যবসায়ী নেতা ফরিদ মামুদ হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে