মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ১১:০৩:৩৯

পাঁচটি ট্রাকে আগুন দিল উত্তেজিত শিক্ষার্থীরা, ১ জন নিহত

পাঁচটি ট্রাকে আগুন দিল উত্তেজিত শিক্ষার্থীরা, ১ জন নিহত

এমটিনিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হবিবুর রহমান হলের সামনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ৫টি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন। উপাচার্যের বাসভবনের গেইট ভাঙচুর করে।

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে