রবিবার, ২০ মে, ২০১৮, ১২:১৫:৩৩

বাড়ির উঠানে ৭০টি গোখরা সাপ

বাড়ির উঠানে ৭০টি গোখরা সাপ

নিউজ ডেস্ক: গীষ্মকাল অসলেই গরমে ঝোপ ঝাপ থেকে সাপ বেড়িয়ে মানুষের বসতবাড়িতে জমাট বাদে ।শেরপুরের শ্রীবরদীতে এক বাড়ির উঠান থেকে ৭০টি গোখরা সাপের বাচ্চা ও ৫০টি সাপের ডিম উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধ থেকে শুক্রবার এই ৩ দিনে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের তৈয়ব উদ্দীনের বাড়ি থেকে ওই সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শ্রীবরদী উপজেলার কামারদহ গ্রামের তৈয়বউদ্দীনের বাড়ি নামে পরিচিত ইব্রাহিম মিয়ার বসত ঘরের সামনের উঠানে বাঁশের মাচার নিচে খড়ের মাঝে কিছু নড়তে দেখে আগ্রহী হয়ে উঠে ইব্রাহিমসহ স্থানীয় যুবকরা।

তারা খড় সরিয়ে কয়েকটি সাপের ডিম ও বাচ্চাকে নড়তে দেখে। এরপর স্থানীয় অন্যান্যদের নজরে আনলে সবাই মিলে একটি গর্ত থেকে ১৬ মে বুধবার ৬০টি সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করে।

পরদিন ১৭ ও ১৮ মে বৃহস্পতি ও শুক্রবার ওই জায়গার আশপাশ থেকে আরও ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলে পুতে রাখা হয়। কিন্তু সেখান থেকে কোন বড় সাপ উদ্ধার করা যায়নি।

এই ঘটনায় ইব্রাহিমসহ গ্রামের আশপাশের মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় লোকজন বড় সাপ ধরতে ওঝার সন্ধান করছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে