রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৯:২৬:৩৩

ধর্মকে বাদ দিয়ে কোনো জীবন হয় না : আইজিপি

ধর্মকে বাদ দিয়ে কোনো জীবন হয় না : আইজিপি

শরীয়তপুর থেকে : ধর্মকে বাদ দিয়ে কোনো জীবন হয় না। ধর্মকে কটাক্ষ করে, ধর্মকে বাদ দিয়ে সমাজ হয় না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। রোববার সকাল ১১টায় শরীয়তপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী পুনর্মিলনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
শহীদুল হক বলেন, 'শিক্ষার কাঠামো ও শিক্ষানীতি বিজ্ঞান ভিত্তিক হওয়া দরকার। সাম্প্রদায়িক চেতনা যাতে শিক্ষার মধ্যে না আসে সে লক্ষ্যে কাজ করা দরকার। অনেক সময় সিলেবাসে অসাম্প্রদায়িক চিন্তা-ভাবনা ঢুকাতে গিয়ে প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে। পূর্বেকার সমাজে নৈতিক ও সামাজিকতা ছিল। বর্তমান সমাজে সেটা কমে গেছে।'
 
এসময় আইজিপি বলেন, 'জঙ্গি দমনে পুলিশের সফলতা আছে। জঙ্গিদেরকে দাবিয়ে রাখা হয়েছে। তবে নির্মূল করা সম্ভব না। কেননা ওরা সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। তাদেরকে দমন করতে হলে সমাজের সকলের সহযোগিতা করতে হবে। জঙ্গি এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সমাজের শত্রু, জনগনের শত্রু। এরা টাকার জন্য বাবা-মাকেও খুন করতে পারে।'

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য দেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার চেয়ারম্যান রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, পালং তুলাশার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল্লাহ প্রমুখ।

২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে