বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৪৭:১৬

মায়ের পা ধুয়ে ভালবাসা দিবস উদযাপন করলো স্কুল শিক্ষার্থীরা

মায়ের পা ধুয়ে ভালবাসা দিবস উদযাপন করলো স্কুল শিক্ষার্থীরা

টাঙ্গাইল: টাঙ্গাইলে বুধবার সকালে ভিন্ন আঙ্গিকে বিশ্ব ভালবাসা দিবস পালন করেছে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা। এদিন এসপি পার্কে মায়েদের পা ধুয়ে ভালবাসার প্রকাশ ঘটানো হয়। এতে প্রায় শতাধিক মা ও তাদের ৩-৬ বছরের সন্তান অংশ নেন। শুরুতে মায়েদের পা ধুয়ে দেন শিশুরা।

হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম।

ডিসি মো. শহীদুল ইসলাম বলেন, নিজের রক্ত দিয়ে মা তার সন্তানকে জন্ম দেয়। ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে অতি যত্মে ও আদর স্নেহে তাকে বড় করে তুলে। তাই পৃথিবীতে মা ও সন্তানের ভালবাসার সমতুল্য অন্য কারো ভালবাসা হতে পারে না।

অনুষ্ঠানে শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, আমার মায়ের পা ধুয়ে দেয়ার পর আমার খুব ভাল লাগছে। আমি আমার মাকে খুব সম্মান ও শ্রদ্ধা করি।

আরেক শিক্ষার্থী আসিব খান বলেন, বাবা-মাকে আমি অনেক ভালবাসি। ভালবাসা দিবসে আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।

এদিকে এমন আয়োজনে অভিভাবক শারমিন আক্তার সুমি বলেন, এই অনুষ্ঠানে এসে আমার খুব ভাল লাগছে। নিজের সন্তার আমার পা ধুয়ে দিয়েছে। সে মায়ের প্রতি সম্মান দেখিয়েছে। আমি মনে করি প্রতিটি সন্তান তার মা বাবাকে এভাবেই সম্মান করুক।

এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা যেমন মাকে শ্রদ্ধা ও সম্মান করতে শিখবে, ঠিক তেমনি তাদের ভালবাসার গভীরতাও বাড়বে সবার বিশ্বাস। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিসি (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমদ, এএসপি (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে