সোমবার, ২৫ মে, ২০২০, ১০:৩৭:৪১

মোটরসাইকেল কিনে না দেয়ায় ঘুমের ওষুধ খেয়ে ঈদের দিন সকালে স্কুলছাত্রের মৃত্যু

মোটরসাইকেল কিনে না দেয়ায় ঘুমের ওষুধ খেয়ে ঈদের দিন সকালে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের গোপালপুরে নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতার ওপর অভিমান করে আবদুল জব্বার রানা (১৭)। আর এ জন্য অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলে সে। আর এতেই তার মৃত্যু হয়। সোমবার ঈদের দিন সকালে পৌরশহরের কাজী বাড়ী এলাকায় এ ঘ'টনা ঘটে।

নিহ'ত রানা ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। সে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে নিহ'ত রানার মায়ের মৃত্যু হয়ে। পরে তার বাবা আবার বিয়ে করেন। সৎ মায়ের সংসারে পিতা-মাতার সঙ্গে রানার প্রায়ই ঝগড়া হতো। বেশ কয়েকদিন ধ'রে নতুন মোটরসাইকেল কিনে দেয়ার জন্য পিতার কাছে সে বায়না ধ'রে।

রোববার রাতে এ নিয়ে পিতার ওপর অভিমান করে রাত ১১টার দিকে বাসা থেকে বেরিয়ে যায় রানা। পরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে পোস্ট অফিসের সামনে মেইন সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে ধ'রে বাসায় নিয়ে যায়। রাতের বেলা বাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে পরের দিন সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করে। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে