রবিবার, ১৮ জুন, ২০১৭, ১১:১৯:৪৪

৭ আ.লীগ নেতাকে রক্তমাখা কাফনের কাপড়সহ চিঠি

৭ আ.লীগ নেতাকে রক্তমাখা কাফনের কাপড়সহ চিঠি

নাটোর থেকে: সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ সরকার দলীয় সাত নেতাকে হত্যার হুমকি দিয়ে রক্তমাখা কাফনের কাপড়সহ উড়ো চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে প্রেসক্লাবের দরজার কাছে রক্তমাখা কাফনের কাপড় ও চিঠিটি কে বা কারা ফেলে যায়। পরে বেলা ২টার দিকে নাটোর প্রেসক্লাবের কেয়ার টেকার বিশ্বজিৎ দাস চিঠিটি দেখতে পেয়ে তা প্রেসক্লাব কতৃপক্ষের হাতে দেয়।

চিঠিতে অন্যান্য যাদের নাম রয়েছে তারা হলেন, নাটোর জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল­াহ আল সাকিব বাকী, দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, জেলা তাঁতিলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

নাটোর প্রেসক্লাব সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া একটার দিকে সাধারণ সম্পাদক আল মামুন তাঁর কার্যালয়ে গিয়ে মেঝেতে সাদা খামে দুটি চিঠি পড়ে থাকতে দেখেন। একটির ওপর সাধারণ সম্পাদক/সভাপতি লেখা রয়েছে। অন্যটির ওপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নাম লেখা রয়েছে। সম্পাদক তাঁর চিঠিটি খুলে দেখেন তাতে একটি চিঠি ও রক্তমাখা এক টুকরা কাফনের কাপড় রয়েছে। চিঠির ওপরের অংশে বাকিজনের নাম লেখা রয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জানান, এসব নামের নিচে লেখা হয়েছে, তাঁরা সবাই যেন মৃত্যুর জন্য প্রস্তুত হন। তিনি চিঠিটি পড়ার পর সদর থানার পুলিশকে মুঠোফোনে জানিয়েছেন। এ ব্যাপারে জিডির প্রক্রিয়া চলছে। অপর চিঠিটি তিনি খোলেননি।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শরিফুল ইসলাম রমজান নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, তিনি সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। তাই কেউ ভীতি প্রদর্শনের জন্য এ চিঠি দিয়ে থাকতে পারে। তবে তিনি এ ব্যাপারে ভীত নন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে