শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৫:৫৭

পাথর ছেড়ে দেশের জন্য ‘বন্দুক’ ধরছে কাশ্মীরের যুবকরা

পাথর ছেড়ে দেশের জন্য ‘বন্দুক’ ধরছে কাশ্মীরের যুবকরা

আন্তর্জাতিক ডেস্ক: দেশ বিরোধী স্লোগানে পাথর ছোড়া নয়৷ বরং দেশের হয়ে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে কাশ্মীরের যুবকরা৷ পাথর ফেলে বন্দুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছে তারা৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে কাশ্মীরী যুবকদের জন্য একটি বিশেষ নিয়োগ-ক্যাম্পের আয়োজন করা হয় সেনাবাহিনীর তরফে৷ সেই ক্যাম্পে যোগ দেয় একাধিক যুবক৷
রাজৌরির ক্যাম্প থেকে বিএসএফ, সিআরপিএফ ও এসএসবি- এই তিন বিভাগের জন্য নিয়োগ করা হয়েছে৷

সেনাবাহিনীর এক কর্তা জানাচ্ছে, এটি আসলে একটি নিয়মিত নিয়োগ ৷ এখানে কাশ্মীরীদের বিক্ষোভের কোনও প্রসঙ্গ নেই৷ এই ধরণের নিয়োগ বিভিন্ন সময় সেনাবাহিনীর তরফে করা হয়ে থাকে৷ সেক্ষেত্রে স্থানীয় যুবকদেরই নেওয়া হয়৷ এটি সেই রকমই একটি নিয়োগ মাত্র৷ এদিকে সেনাবাহিনীতে যোগ দিতে পারায় খুশি মহম্মদ আক্রম নামে এক যুবক৷ আক্রম জানাচ্ছে, ‘‘আমরা দেশের হয়ে কাজ করতেই চেয়েছিলাম’’৷ পাশাপাশি তাদের মতো যুবকদের এই ধরণের সুযোগ দেওয়ায় ভারতের প্রতিরক্ষা দফতরকে ধন্যবাদও জানিয়েছে আক্রম৷ শুধু তাই নয়, আক্রমের মতো খুশি আরও এক যুবক মহম্মদ কুর্শিদ ৷ সে জানাচ্ছে, সেনাবহিনীতে যোগ দিতে পেরে আমি যথেষ্ট গর্বিত ৷
হিজবুল কমান্ডর বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা৷ পুলিশের ও নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা৷ মৃত্যু হয় প্রায় একশোরও বেশি মানুষের৷ আহতের সংখ্যা ছাড়ায় কয়েক হাজার৷ বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিল ৷-কলকাতা২৪
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে