শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪৯:৪৩

যখনই চারদিকে যুদ্ধের বার্তা, ভারতে তখনই ডানায় উর্দু লেখা পায়রা উদ্ধার

যখনই চারদিকে যুদ্ধের বার্তা, ভারতে তখনই ডানায় উর্দু লেখা পায়রা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভিসার প্রয়োজন নেই৷ পাসপোর্ট, তা আবার কি জিনিস? জানা ছিলনা৷ আসলে কোনটা নিজের দেশ আর কোনটা পরের, সেই জ্ঞানই যে এখনো হয়নি৷ আর তা হবে কি করে? ‘কান ধরে’ তো কেউ কখনো তাকে বলে দেয়নি৷ বলা ভালো শিখিয়ে দেয়নি৷ তাই ঘুরতে ঘুরতে সীমান্ত পেরিয়ে একটি পায়রা হাজির হলো ভিন দেশে৷ ডানায় লেখা উর্দু শব্দ৷ তাই সে পাকিস্তানের ‘গুপ্তচর’৷ অগত্যা তার ঠিকানা এখন ভারতীয় সেনাবাহিনীর হাতে।

গত বৃহস্পতিবার পাঞ্জাবের হোসিয়াপুর জেলার বাসিন্দা নরেশ কুমারের নজরে পরে একটি পায়রা৷ তিনি লক্ষ্য করেন পায়রাটির ডানায় উর্দুতে বেশকিছু লেখা আছে৷ সন্দেহ হয়, পায়রাটি হয়তো সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরেছে৷ খবর দেয়া হয় পাখী বিশেষজ্ঞদের৷ গ্রামবাসীদের দাবিকে সমর্থন করে এক পাখি বিশেষজ্ঞ জানিয়ে দেন, সীমান্ত পেরিয়েই ভারতে ঢুকেছে সেটি৷ এরপর পুলিশ এসে পায়রাটি উদ্ধার করে নিজেদের কাছে নিয়ে যান। পরে সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়৷

জানা যায়, পায়রাটির ডানায় রবি, সোম, বুধ সহ একাধিক বারের নাম উর্দুতে লেখা আছে৷ পায়রাটিকে স্ক্যান করে দেখা হয়েছে৷ মেলেনি কিছুই৷ গত বছরও পাঠানকোটের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই ধরণের একটি পায়রা উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী।-কলকাতা২৪
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে