শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৮:৩৪:৫০

মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর হামলায় নিহত বেড়ে ২৬

মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর হামলায় নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর আরেকটি হামলা চালিয়েছে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা। এতে সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা ২৬ বলে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায় শুক্রবারের এ হামলায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন।

ক্রপটিক খ্রিস্টানদের সে দলটি কায়রোর দক্ষিণে অবস্থিত একটি আশ্রমে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় দুইটি বাস ও একটি ট্রাকে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। মিনিয়া প্রদেশটির পশ্চিমাঞ্চলে সেইন্ট স্যামুয়েল দ্য কনফেসর এর সমাধিসৌধে প্রার্থনার জন্য যাচ্ছিল ক্রপটিক খ্রিস্টানদের সে দলটি। রাস্তায় মুখোশ পরিহিত হামলাকারীরা তাদের গাড়ি থামায় এবং গুলি করতে থাকে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

৯.২ কোটি জনসংখ্যা অধ্যুষিত মিশরে ক্রপটিক খ্রিস্টানরা হচ্ছে তার ১০ ভাগ। কিন্তু সম্প্রতি মিশরের এই সংখ্যালঘু অংশটি বিভিন্ন হামলার মুখোমুখি হচ্ছে।

মিশরে গত কয়েক মাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরের পর থেকে কায়রো, আলেক্সান্দ্রিয়া ও তান্তাতে বোমা হামলায় প্রায় ৭০ জন নিহত হয়েছে। সেসব হামলার দায় স্বীকার করেছে আইএস।

কিন্তু শুক্রবার বাসে হামলা কারা চালিয়েছে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে