সোমবার, ১৯ জুন, ২০১৭, ০২:৩৪:০১

পদত্যাগ কিংবা পদ হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ কিংবা পদ হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:  নির্বাচনে ভরাডুবির পর এবার পদত্যাগ করতে কিংবা পদ হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নির্বাচনের পরাজয়ে থেরেসা রীতিমতো সমস্যায় পড়েছেন।

এরপর গ্রিনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে যথাযথ ভূমিকা পালন করতে না পারা, একের পর এক সন্ত্রাসী হামলা, ইত্যাদি সব মিলিয়ে ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।

যুক্তরাজ্যে থেরেসা মের দলের অভ্যন্তরেই কয়েকদিন ধরে তার অবস্থান পরিবর্তন নিয়ে গুজব রটেছে। এছাড়া কনজারভেটিভ দলের ভেতরে নতুন নেতৃত্বের দাবি উঠেছে। ফলে আপাতত তিনি পদ ধরে রাখলেও তা কতদিন টিকিয়ে রাখতে পারবেন, তা নিয়ে সন্দেহ করছেন বিশ্লেষকরা।

সংবাদে প্রকাশ, থেরেসাকে সরাতে অন্তত ১২ জন এমপি লিখিত দাবি জানিয়েছেন বলে এক ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে।   ওই এমপিদের মতে, আগামী সপ্তাহেই মে’কে সরিয়ে দেওয়া হতে পারে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে