শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ১০:১১:১৮

মমতা ব্যানার্জীর সমাবেশেই ধ্বনিত হল ‘ভাগ মমতা ভাগ’

মমতা ব্যানার্জীর সমাবেশেই ধ্বনিত হল ‘ভাগ মমতা ভাগ’

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির সাবেক জাতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিং। এখন উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রী। তিনিই পশ্চিমবঙ্গে এসে প্রথম বলেছিলেন ‘ভাগ মমতা ভাগ’। তখনও এ রাজ্যের ভোটবাক্সে বিজেপির গুরুত্ব একেবারেই ‘নগণ্য’ ছিল।

তবে একের পর এক নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির উত্তরণের ধারাবাহিকতায় বিজেপি বাহিনী এখন এই রাজ্যে দ্বিতীয় স্থানের অন্যতম দাবিদার। সেই সাথে দিন দিন বাড়ছে তাদের সংগঠন শক্তিও।

উত্তরপ্রদেশের মন্ত্রী হিসেবে কিছু দিন আগে পশ্চিমবঙ্গে প্রথম বার এসেও সিদ্ধার্থনাথ সিং হুমকি দেন, ‘আগেও বলেছি ভাগ মমতা ভাগ। এখনও বলছি। ২০১৯ না হলে ২০২১-এ দেখবেন ভাগ মমতা ভাগই হচ্ছে। হয়তো পাঁচ বছর দেরি হচ্ছে!’

তবে, শুক্রবার কোনও বিজেপি নেতা নন, একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা আওড়ালেন সেই স্লোগান— ‘ভাগ মমতা ভাগ’। তবে সবটাই মমতা ব্যানার্জীর মঞ্চে আসার আগে। পার্থ চট্টোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম সকলেই একবার না একবার বলে ফেললেন সিদ্ধার্থের স্লোগান।

বিজেপিকে আক্রমণ করতে গিয়েই চ্যালেঞ্জ করলেন সেই স্লোগানকে। আর তাতেই বার বার কলকাতার ধর্মতলায় একুশের সমাবেশে ধ্বনিত হল ‘ভাগ মমতা ভাগ’। সব নেতারই এক বক্তব্য, এমন স্লোগান যারা তুলেছেন তাদেরই এবার বাংলা থেকে, দেশ থেকে ভাগতে হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে