সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৩:৫২:৫১

ভারতের সঙ্গে যুদ্ধ করতে গোপন জায়গায় ট্যাংক-হেলিকপ্টার সাজিয়েছে চীন

ভারতের সঙ্গে যুদ্ধ করতে গোপন জায়গায় ট্যাংক-হেলিকপ্টার সাজিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে এক বিশেষ মহড়ার আয়োজন করল চিনের সেনাবাহিনী। গোপন জায়গায় ট্যাংক-হেলিকপ্টার সাজিয়েছে চিন। এক অজ্ঞাত জায়গায় এই সেনা মহড়া হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতেই চিন এই মহড়া চালিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই সংবাদপত্রে।

জানা গিয়েছে, এই মহড়ায় অংশ নিয়েছে চিনা সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ১০টি ইউনিট। বিমানবাহিনীও এই মহড়ায় উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। ভারত-চিন সীমান্তে সবথেকে বেশি প্রভাব রয়েছে এই ওয়েস্টার্ন কমান্ডের।

এমনকি চিনের টেলিভিশনেও পাঁচ মিনিটের একটি ভিডিও দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের উপরের টার্গেটকে লক্ষ্য করে ফায়ারিং করছে ট্যাংক। আর মাটিতে টার্গেটে আঘাত করতে হেলিকপ্টার থেকে মিসাইল ছোঁড়া হচ্ছে।

এর আগে অগাস্টের প্রথম সপ্তাহে China Central Television দেখিয়েছিল তিব্বতে লাইভ ফায়ার এক্সারসাইজ করছে চিন। তবে সেবার বলা হয়েছিল এটা চিনের রুটিন মহড়া। ভারতের সঙ্গে সংঘাতের কোনও সম্পর্ক নেই এই মহড়ার সঙ্গে।

জুলাইতেও তিব্বতে এই ধরনের মহড়া হয়েছিল। তাতে অংশ নিয়েছিল তিব্বত মিলিটারি কমান্ড। হঠাৎ হামলা হলে কীভাবে সামাল দেওয়া সম্ভব সেই মহড়াই করেছিল চিনা পিপলস লিবারেশন আর্মি। আর সেজন্যে সীমান্তে অ্যাটাক হেলিকপ্টার থেকে ড্রোনের ব্যবহার করছে চিনা সেনাবাহিনী। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে