মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১১:১০:১৬

ফাঁস হল দাউদ ইব্রাহিমের তিনটি ঠিকানা ও ২১টি নাম

ফাঁস হল দাউদ ইব্রাহিমের তিনটি ঠিকানা ও ২১টি নাম

আন্তর্জাতিক ডেস্ক: ফাঁস হল দাউদ ইব্রাহিমের তিনটি ঠিকানা। আর্থিক নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে ব্রিটেনের তরফ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের।

ব্রিটেনের তৈরি ওই আপডেটেড লিস্টে দাউদ ইব্রাহিম ও তার ছদ্মনাম মিলিয়ে মোট ২১টি নাম রয়েছে। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দাউদের পাকিস্তানের তিনটি ঠিকানা রয়েছে।

কস্কর দাউদ ইব্রাহিমের ঠিকানা হিসেবে যেগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল- ১. House No 37, 30th Street – Defence Housing Authority, Karachi, Pakistan, ২. Noorabad, Karachi, Pakistan (Palatial bungalow in the hilly area) ও White House, Near Saudi Mosque, Clifton, Karachi, Pakistan. এছাড়া গত বছর পর্যন্ত আরও একটি ঠিকানা ছিল- সেটি হল House no.29, Margalla Road, F 6/2 Street no.22, Karachi, Pakistan

আরও যেসব নাম দাউদ ব্যবহার করেছে সুগলি হল, আব্দুল, শেখ, ইসমাইল, আব্দুল আজিজ, আব্দুল হামিদ, আব্দুল রহমান, আনিস ইব্রাহিম, ভাই, বড়া ভাই, ইকবাল, দিলীপ, আজিজ ইব্রাহিম, দাউদ, ফারুকি, হাসান ইত্যাদি।

কিছুদিন আসেই ফাঁস হয় যে, ৯৩-এর মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ কিন্তু দিব্যি আছে পাকিস্তানের বন্দর শহর করাচিতে। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ত্রিস্তরীয় নিরাপত্তা মুড়ে রেখেছে তাকে। তার দুপায়ে ভয়ানক গ্যাংগ্রিন হয়েছিল, তৈরি হয়েছিল কেটে বাদ দেওয়ার পরিস্থিতি। কিন্তু অপারেশনের পর সামলে উঠেছে দাউদ।

ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন, ১৯ এপ্রিল করাচিতেই বেয়াই জাভেদ মিয়াঁদাদের বাড়িতে এক পার্টিতে দাউদকে দেখা যায়। দাউদের মেয়ে মাহরুখের বিয়ে হয়েছে মিয়াঁদাদের ছেলে জুনেদের সঙ্গে। এই জুনেদই ১৯ তারিখের পার্টির আয়োজক। আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত দাউদের নিরাপত্তাও নাকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আইএসআই।

অন্যদিকে, দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ছড়ানোয় নিখোঁজ ফিলিপিনসের এক নার্স। তিনিই সংবাদমাধ্যমে দাবি করেন, দাউদ ইব্রাহিম মারা গিয়েছে। ওই নার্সকে দুবাইয়ের এক কর্পোরেট হাসপাতাল থেকে নিজের দেখভালের জন্য নিয়ে গিয়েছিল দাউদ। মৃত্যুর খবর ছড়াতেই সরিয়ে দেওয়া হল তাঁকে। ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নার্স বর্তমানে নিখোঁজ।  -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে