বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৮:৫৫:৫৩

ভারতে ঢুকে পড়বে চীনা বাহিনী : নতুন হুমকি

ভারতে ঢুকে পড়বে চীনা বাহিনী : নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : ভুটান চীন সীমান্তের ডোকলাম নিয়ে আরো উত্তপ্ত হচ্ছে এশিয়ার দুই মহাশক্তিধর দেশ ভারত ও চীনের সম্পর্ক। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের একবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল চীন। ডোকলাম নিয়ে নয়াদিল্লির অবস্থানকে হাস্যকর এবং নক্ক্যারজনক দাবি করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের এই অবস্থানের পর যদি কোনো কারণে চীনের সেনাবাহিনী সেদেশে প্রবেশে করে সেক্ষেত্রে কিন্তু ‘চরম বিশৃঙ্খলা’র সৃষ্টি হতে পারে।

নানা অজুহাত দেখিয়ে ভারতীয় সেনা বারংবার চীনের ভূখণ্ডে প্রবেশ করে, এমনটাই অভিযোগ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। তিনি বলেন, ‘ভারত-চীন সীমান্তে রাস্তা তৈরি করছে চীন। ব্যাপকভাবে উন্নয়নের কাজ চলছে। এই অজুহাতেই বারবার ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসছে। এই কারণগুলিই খুব হাস্যকর, নক্ক্যারজনক। কেন এ কাজ করা হচ্ছে তা সবাই সহজেই বুঝতে পারছে।’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আপনারা এই বিষয়ে ভাবনা চিন্তা করুন। আমরা যদি ভারতের অদ্ভুত যুক্তিগুলি মেনে নিই, তার মানে এটাই দাঁড়ায় যে, প্রতিবেশির কোনো কাজে যদি আপনি অসন্তুষ্ট হন, তাহলে সরাসরি তার বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়বেন। সীমান্তে ভারতও রাস্তা নির্মাণ কিংবা বড়মাপের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করে থাকে। সেক্ষেত্রে চীনের সেনাবাহিনী দেশের সুরক্ষার খাতিরে ভারতীয় সীমানায় ঢুকে পড়তে পারে তো? সেটা পরিস্থিতিকে আরো বিশৃঙ্খল করে তুলবে না তো?’ এমনই প্রশ্ন তোলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

এখানেই শেষ নয়, কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারত কখনই অন্য কোনও দেশের জমি দখল করেনি, তাঁদের আক্রমণ করে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘চীনও সবসময় শান্তিবজায় রাখতে পছন্দ করে। কিন্তু এর পাশাপাশিই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতেও বদ্ধপরিকর বেইজিং। বিনা অনুমতিতে অন্য কাউকে নিজেদের এলাকায় প্রবেশ করে দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে দেব না আমরা।’
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে