বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১০:২০:১৬

চীনে আবার চালু হচ্ছে সবচেয়ে দ্রুতগতির ট্রেন, চলবে আরো দ্রুতগতিতে

চীনে আবার চালু হচ্ছে সবচেয়ে দ্রুতগতির ট্রেন, চলবে আরো দ্রুতগতিতে

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দ্রুতগতির বুলেট ট্রেনগুলো আবার ট্র্যাকে ফিরে আসছে। ফুশিং নামের এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল ২০১১ সালে প্রতিঘণ্টায় ৩০০ কিলোমিটার।

কিন্তু তার আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যায়। আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে। এবং এবার সেগুলো চলবে আরো দ্রুতগতিতে- ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে।

সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেওয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সাথে সাথে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তোএকেবারে থেমে যাবে।

রেল কম্পানিগুলো রেলপথের  উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে। চীনের মোট রেলপথ ১৯,৯৬০ কিলোমিটার লম্বা বলে অনুমান করা হয়। -বিবিসি

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে