সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫৯:৪১

চীনকে হটিয়ে এশিয়ার ‘সুপারপাওয়ার’ হয়ে ওঠার পথে যে দেশটি

চীনকে হটিয়ে এশিয়ার ‘সুপারপাওয়ার’ হয়ে ওঠার পথে যে দেশটি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আর তেমন সৌভাতৃত্বের নয়। কিছুদিন আগে উদ্ভূত ডোকলাম পরিস্থিতিতে তা রীতিমতো তলানীতে ঠেকেছে। শুধু সীমান্ত সমস্যা ভাবলে এই সমস্যার মূলে প্রবেশ করা যায় না। আসলে এর পিছনে রয়েছে অর্থনৈতিক কারণও। সম্প্রতি তা খোলসা করল ভিনদেশি সংস্থা ডেলোইট এলএলপি।

সংস্থার দাবি, সার্বিক বৃদ্ধি বা গ্রোথ ইঞ্জিন হওয়ার নিরিখে খুব শিগগিরি চীনকেও ছাপিয়ে যাবে ভারত। আর্থিক ভিত্তিতে চীন যে এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম শক্ত ঘাঁটি তা অস্বীকার করার কোনও উপায় নেই। অতীতের রাজনৈতিক আদর্শ এখন মৃতপ্রায়। বদলে বিগত কয়েক দশকে চীন পণ্য উপাদন ও বিপণনে প্রায় নজিরবিহীন জায়গায় পৌঁছেছে। পুঁজির নিশ্চিন্ত আশ্রয়স্থল এ দেশ। কিন্তু এই পরিস্থিতি খুব বেশিদিন থাকার নয়।

জোরাল প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব দ্রুত উত্থান হচ্ছে ভারতের। মার্কিন সংস্থাটির মতে, আগামী এক দশকে সার্বিক বৃদ্ধিতে চীনকেও টপকে যাবে ভারত। ভারতে আর্থিক বৃদ্ধির হার এই মুহূর্তে গোটা বিশ্বকেই চমকে দিচ্ছে। নোট বাতিল, জিএসটির জোড়া ধাক্কায় খানিকটা বেসামাল হলেও জাতীয় অর্থনীতির শিরদাঁড়া নুয়ে পড়েনি। বরং বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক দশকের মধ্যে আর্থিক বৃদ্ধিতে তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠবে ভারত। জাপান, জার্মানির মতো দেশকেও ছাপিয়ে যাওয়ার উজ্জ্বল হাতছানি ভারতের সামনে।

পাশাপাশি ডেলোইট এলএলপি-র মতে সার্বিক বৃদ্ধিতে চীনকেও টেক্কা দেবে ভারত। কেননা চীনের এখন বড় সমস্যা বয়স্ক নাগরিক। এশিয়ার বেশিরভাগ দেশেরই সংখ্যাগরিষ্ঠ নাগরিক বয়স্কের তালিকাভুক্ত। সেখানে ঠিক উলটো পরিস্থিতি ভারতে। দেশে তারুণ্যের আধিক্য। ফলে কর্মী বেশি। উৎপাদনও বেশি। শুধু তাই নয়, এই কর্মীরা রীতিমতো প্রশিক্ষিত। ফলে অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে ভারত।

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ভারতকে বাড়তি মাইলেজ দিচ্ছে। চীন, তাইওয়ান, সিঙ্গাপুরও বয়স্ক নাগরিকের সমস্যায় কাহিল। ফলত সংস্থার দাবি, এশিয়ার মোট ওয়ার্কফোর্সের বেশিটাই তৈরি করবে ভারত। এবং বর্তমানে যে প্রশিক্ষিত কর্মী আছে তার থেকে উন্নত প্রশিক্ষিত কর্মী পাওয়ার ফলেই ভারত এশিয়ার কর্মের মানচিত্রে বড় ভূমিকা পালন করবে। তাই চীন নয় আগামী দিনে এশিয়ার সুপারপাওয়ার উঠবে ভারতই। সংবাদ প্রতিদিন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে