বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৫৭:৪৭

রোহিঙ্গাদের জন্য সৌদির ১৫ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা

রোহিঙ্গাদের জন্য সৌদির ১৫ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৫ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেছে। মঙ্গলবার কেবিনেট মিটিংয়ে এটি অনুমোদন করা হয় এবং সেখানে চলমান হত্যাযজ্ঞের নিন্দা করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রোহিঙ্গাদের এই সাহায্য অনুমোদন করেছেন।-খবর আল আরাবিয়ার।

ক্যাবিনেট মিটিংয়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান গণহত্যা, রাষ্ট্রীয় নিপীড়ন, সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ঘর-বাড়ি ও গ্রাম পুড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ক্যাবিনেট মিটিং থেকে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন মুসলিম সংখ্যালঘুদের প্রতি চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে তারা এগিয়ে আসে এবং দেশটিতে কোনো ধরণের বৈষম্য ছাড়াই বসবাসের সুযোগ ফিরে পেতে পারে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের রাখাইনে বসবাস করছে।কিন্তু গত কয়েক দশক ধরে তাদেরকে তাদের জন্মভূমি থেকে সুপরিকল্পিতভাবে উৎখাত করে দেওয়া হচ্ছে।

গত ২৪ আগস্টে শুরু হওয়া সংঘাতের ফলে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয়েছে এবং সাড়ে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সেখানে ‘জাতিগত নিধন’ চলছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা খুবই মানবেতর জীবন যাপন করছে।
এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে