শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৪:১৭

হাইওয়ে খুলে দিয়েছে চীন, মহা চিন্তায় ভারত

 হাইওয়ে খুলে দিয়েছে চীন, মহা চিন্তায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সঙ্গে প্রতিবেশি চীনের সম্পর্ক আরও গভীর হচ্ছে। দুই দেশের মধ্যে প্রায় সবগুলো সীমান্ত দ্বার খোলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি নেপালের জন্য তিব্বত থেকে হাইওয়ে খুলে দিয়েছে চীন। এতে ভারতের জন্য বড়সড় সমস্যা সৃষ্টি হবে বলে মনে করছে ভারতে নরেন্দ্র মোদি সরকার।

ভারত মনে করছে, নেপালের জন্য খুলে দেয়া তিব্বতের হাইওয়ে দিয়ে সাধারণ নাগরিকদের পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করবে চীন। বিষয়টি নিয়ে নয়াদিল্লি মহা চিন্তায় পড়েছে বলে খবর দিয়েছে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ।

ভূ-রাজনৈতিক দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে চীন ও ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে। এ প্রেক্ষিতে নেপাল ও চীনের সীমান্ত সম্পর্ক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করছে সামরিক বিশেষজ্ঞরা।

চীনের একটি দৈনিকে বলা হয়ে তিব্বতের হাইওয়ে খোলার পর বেইজিং দক্ষিণ এশিয়ায় প্রবেশ করতে পারবে। এছাড়াও নেপাল চীনকে আরও ১৩টি সীমান্ত পথ খোলার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে নেপাল।

ভারতীয় পত্রিকাটি জানায়, চীনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন গত বছর দুই দেশের মধ্যে রেলপথ- সড়কপথে যোগাযোগ আরও মসৃণ করার দিকে জোর দেন। চীনের সঙ্গে বৈঠক করার সময় নেপালি কর্মকর্তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে আরও অনেকগুলি প্রবেশদ্বার খোলার প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। যদি চীন এই প্রস্তাবে সাড়া দেয় তাহলে ভারতের জন্য আরও বড় ধরণের হুমকি হয়ে দাড়াবে।

জাগরণের খবরে বলা হয়েছে, চীন ও নেপলের সীমান্ত সম্পর্ক পর্যবেক্ষণ করছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি এ বিষয়ে কি পদক্ষেপ নেবেন সেটি এখন দেখার বিষয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে