শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৩:১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন আমাদের চিবিয়ে খাবে : পুতিন

 কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন আমাদের চিবিয়ে খাবে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক’দিন আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন বেসরকারী মহাকাশ সংস্থা স্পেস এক্স’র সিইও ইলন মাস্ক। এবার একই সুরে কথা বললেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বর্তমান সময়ের সেনসেশন কৃত্রিম বুদ্ধিমত্তার বোবট প্রযুক্তি একসময় মানবজাতির হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন পুতিন। ইন্টারনেট সংস্থা ‘ইয়ানডেক্সে’র প্রধানের সঙ্গে এক আলাপচারিতায় এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন তিনি।

মস্কোতে ইয়ানডেক্সের সদরদপ্তরে সংস্থাটির প্রধান আরকাদি ভোলোজ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গটি নিয়ে এলে পুতিন প্রশ্ন করেন, ‘কখন এটি আমাদের খেতে শুরু করবে?’ পুতিনের এমন প্রশ্নের উত্তরে ভোলোজ অবশ্য বলেন, ‘আশা করি কখনোই নয়।’

কিছুক্ষন পর ভেলোজ বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে বিকল্প মেশিন মানুষের চেয়ে ভালো করছে। একটি ক্ষননকারী যন্ত্র মানুষের তুলনায় অনেক বেশি পরিমানে তা করতে পারে। কিন্তু এগুলো কি আমাদের খেয়ে ফেলছে। তবে, ভোলোজের এমন যুক্তিতে পুতিনকে মোটেও সন্তুষ্ট মনে হয়নি। তবে, এ মাসের শুরুর দিকে পুতিন এক বক্তব্যে বলেছিলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল রাশিয়ার ভবিষ্যৎ নয় বরং এটি সমগ্র মানবজাতির ভবিষ্যৎ। তবে, এমন সুবিধার কি বিপদ আসতে পারে তা অস্পষ্ট।’ তিনি বলেছিলেন, ‘এই গোলক ধাঁধাঁটির নেতৃত্ব দেবেন যিনি, তিনিই পৃথিবীর শাসক হবেন।’

সম্প্রতি কৃত্রিম বৃদ্ধিমত্তা নিয়ে ইলন মাস্ক ও ফেসবুক বস জাকারবার্গের মধ্যেও মতভেদ দেখা দেয়। কারণ জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে ইতিবাচক ধারণা পোষণ করেন।-ডেইলি মেইল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে