রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৩:১১

প্রাচীন ভারতে মা দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লক্ষ্মী অর্থমন্ত্রী : উপরাষ্ট্রপতি

প্রাচীন ভারতে মা দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, লক্ষ্মী অর্থমন্ত্রী : উপরাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : ‘প্রাচীন ভারতে মা দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, মা লক্ষ্মী অর্থমন্ত্রী’ এমনটাই বললেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়্ডু। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোহালিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি।

নায়ডু স্বীকার করে নেন, তিনি সবসময় ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকতে পারেননি। এখন তিনি উপরাষ্ট্রপতি। কিন্তু তিনি যদি মন খুলে কথা না বলতে পারেন, তাহলে তার শরীর খারাপ করবে। এই কথা শুনে হাততালিতে ফেটে পড়ে ভিড়ে ঠাসা অডিটোরিয়াম।

উপরাষ্ট্রপতি বলেন, ‘পুরাণে আমরা পড়েছি, মা দুর্গা ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, সরস্বতীদেবী ছিলেন শিক্ষামন্ত্রী, অর্থ মন্ত্রনালয় সামলাতেন লক্ষ্মীদেবী। ভারতের সংস্কৃতিই মহিলাদের সর্বোচ্চ সম্মান দিয়ে এসেছে। সমানাধিকার দিয়ে এসেছে।’

মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নদীগুলি মহিলাদের নামেই পরিচিত হয়েছে। গঙ্গা, যমুনা, কাবেরী। এমনকী যে দেশকে ভারতমাতা বলে ডাকেন মানুষ, সেই দেশ কীভাবে মহিলাদের সম্মান না দিয়ে থাকতে পারে, প্রশ্ন করেন নায়ডু।

এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতের শাসনব্যবস্থারও প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। এই প্রসঙ্গে রামরাজ্যের তুলনা টেনে এনে তিনি বলেন, রামের শাসনে দেশে সুব্যবস্থা চালু ছিল। এখন তাই ঘটছে। মাতৃভাষার পক্ষেও জোরাল সওয়াল করেন ভেঙ্কাইয়া নায়্ডু।

নায়্ডু বলেন, নিজের মাতৃভাষাকে ভালবাসুন। যদি অন্যদিকের মানুষটি আপনার মাতৃভাষা না জানেন, শুধুমাত্র তখনই অন্য ভাষায় কথা বলুন। রামরাজত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শেষে যোগ করেন, এখন রামকে নিয়ে কথা বলতে গেলেই সাম্প্রদায়িক তকমা সেঁটে দেওয়া হবে। এটা উচিত নয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে