বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০১:২৪:২৭

সু চির উদ্যোগে বৌদ্ধ ভিক্ষু ও মুসলিম নেতার করমর্দন

সু চির উদ্যোগে বৌদ্ধ ভিক্ষু ও মুসলিম নেতার করমর্দন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর জন্য আন্ত-ধর্মীয় বিশ্বাসীদের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ভিন্ন ধর্মের ২০ হাজার মানুষ। তাঁরা ইয়াঙ্গুনের এক ফুটবল স্টেডিয়ামে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনায় অংশ নেন। ওই কর্মসূচিতে হাত মেলান মুসলিম নেতা ও বৌদ্ধ ভিক্ষু।

বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক জোরদার ও ঘৃণা দূর করায় ইয়াঙ্গুনে মঙ্গলবার আন্ত-ধর্মীয় সম্মেলন করার উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা । মিয়ানমারে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে  আরো শক্তিশালী মিয়ানমার গড়ার লক্ষ্যে  স্টেট কাউন্সিলর সু চির উদ্যোগে সরকারিভাবে এই  কর্মসূচি নেওয়া হয়েছে।

নিজেদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর শপথ নেন সম্মেলনে উপস্থিত ধর্মীয় নেতার। সম্মেলনে বৌদ্ধদের প্রধান ভিক্ষু ইদ্ধিবালা বলেন, ' হত্যার পথ থেকে সবাই ফিরে আসুন। নিপীড়ন সহ একে অপরকে ধ্বংস করার পথ পরিহার করুন ।' বক্তব্য শেষে মুসলিম নেতা মুফতি হাফিজ আলীর সাথে করমর্দন করেন ইদ্ধিবালা । এদিকে সম্মেলনে মুফতি হাফিজ বলেন, ' সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্যে কাজ করা উচিত।' -ওয়াসিংটন পোস্ট/ফক্স নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে