শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৩:৪০

আমেরিকা মোটেই বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী নয় : হাসান রুহানি

আমেরিকা মোটেই বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী নয় : হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে প্রমাণ করেছেন যে, ফিলিস্তিন ইস্যুতে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে আমেরিকা মোটেই বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী নয়।

হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার ক্ষতি করতে গিয়ে আমেরিকা নিঃসঙ্গ হয়ে পড়েছে। মার্কিন সরকারের এই অসহায় অবস্থা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। ইউরোপীয় ইউনিয়নসহ এই সমঝোতায় স্বাক্ষরকারী সবগুলো দেশ অভিন্ন কণ্ঠে পরমাণু সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

তিনি আরো বলেন, আমেরিকা শুধুমাত্র ইহুদিদের স্বার্থকে গুরুত্ব দেয়। আমাদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। ইসরাইলই ফিলিস্তিনিদের হত্যা এবং স্থানচ্যুতির জন্য দায়ী। উম্মাহ ও জেরুসালেমের জন্য হলেও প্রতিটি দেশকে ঐক্যবদ্ধ হতে হেব। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব রাজনীতির কেন্দ্রে ফিলিস্তিনি ইস্যুকে নিয়ে যাওয়া উচিত। ইসরাইলের আগ্রাসনের কথা ভুলে গেলে চলবে না।

ইতোপূর্বে  তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শত্রুদের বিচিত্র ষড়যন্ত্র ব্যর্থ হবার পর এখন তারা নয়া ষড়যন্ত্রের ছক কষছে। বল প্রয়োগের মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা যাবে না বরং গণতন্ত্রের প্রতি সম্মান দেখানোর মাধ্যমেই কেবল এ অঞ্চলে শান্তি আসতে পারে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, সামরিক অভ্যুত্থানের যুগ শেষ হয়ে গেছে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে