সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:১৪:৩৯

তীব্র শীতে কাঁপছে সউদি আরব

তীব্র শীতে কাঁপছে সউদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সউদি আরবের রাজধানী রিয়াদের একটি স্কুলের একটি ছবি ব্যাপক প্রচার পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি গার্লস স্কুলের ক্লসেটে পশম ও উলের তৈরি বেশ-কিছু জ্যাকেট ঝোলানো। তার পাশেই স্কুলের প্রিন্সিপাল মানাল আল-ক্বাহতানি’র দেয়া একটি নোটিশ : ”প্রিয় মেয়েরা … আল্লাহ তোমাদের রাহমত করুন, রক্ষা করুন। শীত লাগলে এখান থেকে যে কোনো জ্যাকেট তোমরা পরে নিও। এমনকি কোনোটি পছন্দ হলে যদি রেখে দিতে চাও, রেখে দিও।”

তায়েফ শিক্ষা বিভাগের এডুকেশন কাউন্সেলিং সুপারভাইজর খালিদ আল-জাহরানি বলেন, ”এরকম কঠিন আবহাওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, আল-ক্বাহতানি তার একটা দৃষ্টান্ত স্থাপন করলেন।”

তিনি আরো বলেন, ”প্রিন্সিপাল ও তাঁর টিম শিক্ষার্থীদের মায়ের মতো ভালোবাসা দেন। তাঁরা শিক্ষার্থীদের এমন শাসনে রাখেন যেন ওরা তাঁদেরই সন্তান। এটা সত্যিই অনুভব করার মতো।”

সউদি আরবের উত্তরপশ্চিমাঞ্চলে গত বুধবার থেকে বইছে শৈত্যপ্রবাহ। প্রিন্সিপাল মানাল আল-ক্বাহতানি তাঁর সন্তানতুল্য শিক্ষার্থীদের এই তীব্র শীতের হাত থেকে বাঁচাতে যেমন ব্যবস্থা নিয়েছেন, তেমনি সক্রিয় হয়েছে স্থানীয় প্রশাসনও। তাবুকের গভর্নর প্রিন্স ফাহদ বিন সুলতান আদেশ জারি করেছেন, যে ক’দিন শৈত্যপ্রবাহ থাকবে ততোদিন যেন স্কুল সকাল ৭টার বদলে সাড়ে ৮টায় শুরু করা হয়।

তাবুক শিক্ষা বিভাগ সব স্কুলকে বলে দিয়েছে, এ ক’দিন কোনো স্কুলে যেন অ্যাসেম্বলি করা না হয়। এ আদেশ আল-ওয়াজহ ও অমলজ প্রদেশের জন্যও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তাবুক প্রদেশে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগামী দু’ সপ্তাহের মধ্যে এটা শূণ্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া রিয়াদে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে এবং আল-জৌফ, হাইল ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় কমবেশি ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত শুক্রবার এক ব্যক্তির তোলা ভিডিওতে দেখা গেছে কন্টেইনারভর্তি পানি জমে বরফ হয়ে যাওয়ার দৃশ্য। শুষ্ক আবহাওয়ার দেশের মানুষের জন্য এটা একটা বিরল অভিজ্ঞতা। সূত্র : আরব নিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে