সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৮:০৫

মর্মান্তিক এক দুর্ঘটনা, ভারতে ঘুমন্ত অবস্থাতে আগুনে পুড়ে ১২ জনের মৃত্যু!

মর্মান্তিক এক দুর্ঘটনা, ভারতে ঘুমন্ত অবস্থাতে আগুনে পুড়ে ১২ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ রাতে হঠাৎ করে ভয়াবহ আগুন দোকানে। আর তার জেরেই ঘুমের মধ্যে প্রাণ হারালেন ১২ জন ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খাইরানি রোড এলাকায়।

যাঁরা দোকানের বাইরে শুয়েছিলেন তাঁরা বেঁচে গেলেও, ভিতরে থাকা ওই ১২ জন মারা যান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, এদিন ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ আগুন লাগে স্থানীয় লক্ষ্মী-নারায়ন মন্দিরের নিকটবর্তী মাকারিয়া কমপাউন্ডে। তারপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন লেগে যায় ভানু ফরসান নামে একটি খাবারের দোকানেও। আর ওই সময় দোকানের ভিতর ঘুমোচ্ছিলেন মোট ১৫ জন ব্যক্তি।

বাইরে যাঁরা শুয়েছিলেন এবং আটকে পড়া ব্যক্তিদের মধ্যে তিনজন বেরোতে পারলেও ওই ১২ জন বেরোতে পারেননি। কয়েক মুহূর্তের মধ্যে বিদ্যুতের তার, কাঠের সামগ্রীতে আগুন লেগে আরও ভয়াবহ আকার ধারণ করে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২৫টি ইঞ্জিন। এছাড়া পুলিশ, বিপর্যয় মোকাবিলাকারী দলও উপস্থিত হয় সেখানে। সবাই মিলে উদ্ধারকার্যে হাত লাগান। অগ্নিদগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনায় এলাকায় নেমেছে তীব্র শোকের ছায়া।

বর্তমানে আগুণ নিয়ন্ত্রণে এলেও ঠিক কী কারণে তা লেগেছিল, সেটা এখনও জানার  চেষ্টা করছেন দমকলকর্মীরা। তদন্ত করছে পুলিশও। তবে প্রাথমিক অনুমান, শটশার্কিট থেকেই লাগতে পারে আগুন। এদিকে, শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় মৃতদের এখনও শনাক্ত করা যায়নি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে