বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ১০:১৫:২৯

তীব্র গরমে অস্ট্রেলিয়ায় হাজার হাজার বাদুড়ের মৃত্যু!

তীব্র গরমে অস্ট্রেলিয়ায় হাজার হাজার বাদুড়ের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় চ্যাম্পবেলটাউনে শত শত মৃত বাদুড়কে একত্রিত করা হয়েছে
যুক্তরাষ্ট্র ও কানাডায় এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। উল্টো দিকে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ বছর ১১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে অস্ট্রেলিয়ায়।

এই গরমে মানুষের পাশাপাশি জীবজন্তু পড়েছে বিপাকে। অস্ট্রেলিয়ার তীব্র গরমে মারা যাচ্ছে হাজার হাজার বাদুড়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অস্ট্রেলিয়ায় গত এক সপ্তাহেই শুধু তিন হাজার বাদুড় মারা গেছে। সিডনির 'হেলপ সেভ দ্য ওয়াইল্ডলাইফ অ্যান্ড বুশল্যান্ডস' এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

জীবজন্তুরা মূলতা পানিশূন্যতার জন্য মারা যাচ্ছে। জাতীয় বণ্যপ্রাণী সংস্থার মতে, তাপমাত্রা ৪৬ ডিগ্রির ওপরে উঠাতেই বাদুড়ের টিকে থাকা হুমকির মধ্যে পড়ে। সে স্থানে তাপমাত্রা ১০০  ডিগ্রির ওপরে চলে গেছে। এতে বাদুড়ের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। আর এ কারণেই বেশি বেশি বাদুড় মারা যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে