সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২৪:১২

‘চুমু খেতে থাকেন, অনুমতি নেয়ার প্রয়োজন নেই’

‘চুমু খেতে থাকেন, অনুমতি নেয়ার প্রয়োজন নেই’

আন্তর্জাতিক ডেস্ক: গোমাংস খাওয়া নিয়ে বিতর্কের মাঝে এবার মুখ খুললেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, কে কী খাবেন সেটা তার ব্যক্তিগত পছন্দ। সেখানে কারও কিছু বলার নেই। তবে, কোনো খাবারকে নিয়ে অহেতুক ইস্যু বানানোর প্রয়োজন নেই।

রোববার একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশটিতে গোমাংস খাওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ হওয়ার পর মাদ্রাস আইআইটির ছাত্ররা বিফ উৎসব পালন করে। সেখানে গোমাংস খাওয়ার পাশাপাশি, এ নিয়ে প্রতিবাদ কর্মসূচিও নেয় তারা।

এ ব্যাপারে ভারতের এই উপরাষ্ট্রপতি বলেন, আমরা খাবার খাই নিজের জন্য। পছন্দের খাবারও নিজেদের মত করেই বেছে নিই। ফলে তা নিয়ে উৎসবে মেতে ওঠার মতো কোনো কারণ নেই।

তিনি বলেন, চুমু খেতে থাকেন, অনুমতি নেয়ার প্রয়োজন নেই। ঠিক যেমন আপনি কাউকে চুম্বন করতে চাইলে কারো অনুমতি নেয়ার প্রয়োজন পড়ে না। কোনো উৎসবেও মেতে ওঠার দরকার পড়ে না।

কাশ্মির ইস্যুতে ভেঙ্কাইয়া নাইডু বলেন, কাশ্মিরে আফজল গুরুকে নিয়ে একদল মানুষ মেতে উঠেছেন। তারা তাকে ভাল মানুষ বলে দাবি করছেন। কিন্তু এই আফজল গুরুই ভারতের সংসদ ভবনে আক্রমণ করেছিলেন। সূত্র: জিনিউজ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে