বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, ১২:১৮:২০

নওয়াজ শরিফের বাসভবনের সামনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

নওয়াজ শরিফের বাসভবনের সামনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের সামনে বুধবার রাতে একটি ভয়াবহ বিস্ফোরণে তিন পুলিশসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। বিস্ফোরণটি নওয়াজ শরীফ পরিবারের বাসভবন থেকে কয়েক মিটার দুরে এবং টেকনিকী জামায়াতের মণ্ডলীর কাছাকাছি পুলিশ চেক পোস্টের হয়।

বিস্ফোরণে সাতজন নিহত ও সাত পুলিশসহ ২০ জন আহত হন। চার পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে, "রেসকিউ-এর মুখপাত্র জাম সাজ্জাদ পিটিআইকে নিশ্চিত করেছে। তিনি বলেন, উদ্ধারকারী অ্যাম্বুলেন্স আহতদের শরীফ মেডিকেল কমপ্লেক্সে এবং অন্যান্য নিকটবর্তী হাসপাতালগুলিতে স্থানান্তর করছে।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হায়দার আশরাফ সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তিনি বলেন, "এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বা রোপণ ডিভাইস ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা এই বিস্ফোরণের লক্ষ্য ছিল। এটি একটি শক্তিশালী বিস্ফোরণ ছিল যে এর শব্দটি সাইট থেকে কয়েক কিলোমিটার শুনতে পাওয়া যায়। নিসার পুলিশ চেক পোষ্টে বিস্ফোরণের পর আগুনের বলটি দেখা যায়।

কোন জঙ্গি গোষ্ঠী এ পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তান সেনা রেঞ্জারদের ফোর্স ঘটনাস্থল পৌঁছেছে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে