শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০৮:৫৩:৩১

শিশুকে চকলেটের লোভ দিয়ে সিরিয়ায় রাসায়নিক হামলার নাটক: রাশিয়া

শিশুকে চকলেটের লোভ দিয়ে সিরিয়ায় রাসায়নিক হামলার নাটক: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার নাটক সাজাতে ১১ বছরের এক বালককে ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছে রাশিয়া। হাসান দিয়াব নামের ঐ বালককে চকলেট আর বিস্কুটের লোভ দেখিয়ে রাসায়নিক হামলার নাটক সাজানো হয় বলে দাবি করেন ব্রিটেনে রুশ রাষ্ট্রদূত। এদিকে দৌমায় আন্তর্জাতিক পরিদর্শক দলকে প্রবেশের অনুমতি দিতে আবারো সিরিয়া ও রাশিয়ার প্রতি দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার দামেস্কে বিদ্রোহী অধ্যুষিত হামলা অব্যাহত রেখেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শুক্রবার আইএস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ক্যাম্প হাজর আল আসওয়াদ ও ইয়ারমুকে বোমা হামলা চালায় সিরীয় বাহিনী। হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বিদ্রোহীদের আত্মসমপর্ণের চুক্তির পরিম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে এ হামলা চালানো হয় বলে জানায় সিরীয় কর্তৃপক্ষ।

দৌমায় কথিত রাসায়নিক হামলার খবর প্রকাশিত হবার পর থেকেই সেটিকে পশ্চিমা দেশগুলোর সাজানো নাটক বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এবার ১১ বছরের এক বালকের সাক্ষাৎকার প্রচার করে তাদের দাবির সপক্ষে আবারো যুক্তি উপস্থাপন করলো মস্কো। সম্প্রতি রুশ গণমাধ্যমে প্রচারিত ১১ বছর বয়সী হাসান দিয়াবের সাক্ষাৎকারে বলা হয়, হাসপাতালে কিছু লোক তাকে চকোলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে রাসায়নিক হামলায় আক্রান্ত হওয়ার অভিনয় করায়। শুক্রবার লন্ডনের রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐ ভিডিও প্রকাশ করে দৌমায় রাসায়নিক হামলার জন্য পশ্চিমা দেশ গুলোকেই আবারো দায়ী করেন ব্রিটেনের রুশ রাষ্ট্রদূত।

ব্রিটেনে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো বলেন, 'দৌমায় রাসায়নিক হামলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও সাজানো, সিরীয় সরকার ও রাশিয়ার পক্ষ থেকে বারবার একথা বলা হলেও তা অগ্রাহ্য করা হয়েছে। এটা যে একটি সাজানো নাটক, এর প্রমাণ আমাদের কাছে আছে। ছেলেটির নাম হাসান দিয়াব, তার বসয় মাত্র এগারো বছর। পশ্চিমাদের স্বেচ্ছাসেবী সংগঠন 'হোয়াইট হেলমেটস' চকলটের প্রলোভন দেখিয়ে তাকে হাসপাতালে ডেকে এনে সে-নাটক সাজিয়েছে। এ ধরনের আরো অনেক ভিডিও আমাদের কাছে আছে।'

হাসান দিয়াবের এ সাক্ষাৎকারটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন্ন বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া।


রাশিয়া একে সাজানো নাটক বললেও দৌমার বিষাক্ত গ্যাস আক্রান্ত এলাকায় আন্তর্জাতিক পরিদর্শক দলকে প্রবেশের অনুমতি দেয়ার জন্য রাশিয়া ও সিরিয়ার প্রতি জোর দাবি জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া ও সিরীয় সরকার দৌমায় রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেবে বলে প্রতিশ্রুতি দিলেও তারা তা রক্ষা করছে না বলে অভিযোগ করেছেন জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত।

জাতিসংঘে ব্রিটিশ প্রতিনিধি সট-ক্যারেন পিয়ার্স বলেন, 'আমরা চাই রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থার পরিদর্শক দলকে সেখানে প্রবেশ করতে দেয়া হোক, এবং তারা তাদের তদন্তকাজ সঠিক ভাবে পরিচালনা করুক। সিরিয়ার অবৈধ রাসায়নিক অস্ত্র ধংস করতে আমরা বদ্ধপরিকর। যতদিন না তারা এ-ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করবে ততদিন আমরা তাদের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখব।'

আসাদ বাহিনীকে শিক্ষা দিতে ভবিষ্যতে যে কোন পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে উল্লেখ করে সিরিয়ার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। একইঙ্গে সম্প্রতি সিরিয়ায় পশ্চিমাদেশ গুলোর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফ্রান্সের দেয়া সম্মানজনক পদক লিজিওন অফ অনার ফেরত পাঠিয়েছে সিরিয়া। শুক্রবার, দেশটির প্রেসিডেন্ট দফতর থেকে এ কথা জানানো হয়। সম্প্রতি রাশিয়া ও সিরিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের জেরে পদকটি ফিরিয়ে নিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে ফ্রান্স। ফ্রান্সের এ তোরজোরের মধ্যেই পদকটি ফিরিয়ে দিল আসাদ সরকার। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে