রবিবার, ২০ মে, ২০১৮, ০৩:৩৬:১২

সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন আইফোন এক্স

সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন আইফোন এক্স

আন্তর্জাতিক ডেস্ক: স্মার্টফোন বাজার যখন নিম্ন প্রবৃদ্ধির ঝুঁকিতে তখন আবারও নিজেদের অনন্যতার প্রমাণ দিল আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ছিল আইফোন এক্স। আর আইফোনের কল্যাণেই প্রত্যাশার চেয়েও আয় বেড়েছে অ্যাপলের। এসব তথ্য উঠে এসেছে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সর্বশেষ প্রতিবেদনে।

এতে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপল মোট ১৬ মিলিয়ন ইউনিট আইফোন এক্স বিক্রি করে। ফলে ওই প্রন্তিকে ৪.৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিল আইফোন এক্স। যদিও এক হাজার ডলারের বেশি দাম হওয়ায় আশঙ্কা করা হয়েছিল এ ফোনটি হয়তো বা ক্রেতাদের আগ্রহ হারাতে পারে। কিন্তু পুরো বাজারটিই যেন ছিল আইফোনের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোনটি ছিল আইফোন-৮ এবং আইফোন-৮ প্লাস। আইফোন-৮ বিক্রি হয় ১২.৫ মিলিয়ন ইউনিট এবং আইফোন-৮ প্লাস বিক্রি হয় ৮.৩ মিলিয়ন ইউনিট। বিক্রিতে চতুর্থ স্থানটিও দখলে ছিল অ্যাপলের আইফোন-৭-এর। এটি বিক্রি হয় ৫.৬ মিলিয়ন ইউনিট।

অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে চীনা কম্পানি শিয়াওমির কম মূল্যের স্মার্টফোন রেডমি ৫এ বিক্রি হয় ৫.৪ মিলিয়ন ইউনিট। এটির বাজার অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্যামসাংকে। এ কম্পানির গ্যালাক্সি এস৯ প্লাস বিক্রি হয় ৫.৩ মিলিয়ন ইউনিট। তবে ৬.২ ইঞ্চি ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিয়ে স্যামসাং দারুণ আশাবাদী।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সিনিয়র বিশ্লেষক জুহা উইন্টার বলেন, দ্বিতীয় প্রান্তিকেও আইফোন এক্স সবচেয়ে জনপ্রিয় মডেল হিসেবে ক্রেতা টানছে। বিশেষ করে স্মার্টফোনটির চমত্কার ডিজাইন, অত্যাধুনিক ক্যামেরা, দারুণ সব অ্যাপ ইত্যাদি কারণে ডিভাইসটি ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথম স্থানে চলে এসেছে।

অ্যাপলের সিইও টিম কুক বলেন, যেকোনো আইফোনের চেয়ে সবচেয়ে বেশি ক্রেতারা পছন্দ করেছে আইফোন এক্স।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকস জানায়, আইফোনের ব্যাপক সাফল্যের সময়ে স্যামসাংয়ের ম্লান হওয়ার বড় কারণ গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস গত ফেব্রুয়ারিতে বাজারে এসেছে। যদিও মার্চের মধ্য সময় পর্যন্ত ক্রেতারা পায়নি। ফলে এ দুটি স্মার্টফোন পুরো প্রান্তিক সময় পায়নি বাজারে প্রভাব ফেলার জন্য। ফলে এ ডিভাইস দুটি বাজারে ভালো করার বড় সম্ভাবনা এখনো রয়েছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের পরিচালক উডি ওহ বলেন, ‘আমরা আশা করছি বছরের দ্বিতীয় প্রান্তিকে এস৯ প্লাস বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যানড্রয়েড স্মার্টফোন হবে।

এদিকে আইফোনের কল্যাণে বছরের দ্বিতীয় প্রান্তিকে

আয় বেড়েছে অ্যাপলের। বছরের দ্বিতীয় প্রান্তিকে কম্পানির আয় ২৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ১৩.৮ বিলিয়ন ডলার। কিন্তু মার্চে শেষ হওয়া প্রান্তিকে আইফোন বিক্রি হয়েছে ৫২.২ মিলিয়ন ইউনিট, যা প্রত্যাশার কিছুটা নিচে। সিএনবিসি, এএফপি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে