সোমবার, ২১ মে, ২০১৮, ০৬:০৫:৫৪

আগ্নেয়গিরির লাভার স্রোত বাড়িঘর ও বন-জঙ্গল গ্রাস করে এবার প্রশান্ত মহাসাগরে

আগ্নেয়গিরির লাভার স্রোত বাড়িঘর ও বন-জঙ্গল গ্রাস করে এবার প্রশান্ত মহাসাগরে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড ধোঁয়া, ছাই ও লাভা উদগীরণ হচ্ছে। আর এ লাভার স্রোত বাড়িঘর ও বন-জঙ্গল গ্রাস করে এবার প্রশান্ত মহাসাগরে পৌঁছেছে।

আগ্নেয়গিরির লাভা সাগরে পৌঁছানোর ফলে শুধু হাওয়াই অধিবাসীদের বিপদের মাত্রাই বাড়ল, তা নয়। এতে সাগরের পানিতে নানা বিপজ্জনক পদার্থের মাত্রাও বাড়বে।

গবেষকরা বলছেন, আগ্নেয়গিরির লাভা ও ছাই সাগরের পানিতে পড়ে তা থেকে হাইড্রোক্লোরিক এসিড ও ‘বলকানিক গ্লাস পার্টিকেল’ বাতাসে ছড়াবে। এটি জনস্বাস্থ্যের জন্য সত্যিই বিপজ্জনক।

এর আগে ২০০০ সালে আগ্নেয়গিরির লাভা সাগরে পড়লে তা থেকে উৎপন্ন গ্যাসে তাৎক্ষণিকভাবে দুইজনের মৃত্যু হয়েছিল।

এছাড়া হাওয়াই দ্বীপের এই আগ্নেয়গিরি থেকে আকাশে বিষাক্ত ছাই ওঠার পর তা আবার মাটিতে ফিরে আসছে। এ কারণে স্থানীয়দের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কাছাকাছি এলাকায় বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগ্নেয়গিরির কারণে  খুব কাছাকাছি এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে আগ্নেয়গিরি থেকে ১৮ মাইল দূরেও ছাই এসে পড়ছে। এছাড়া আকাশে ১২ হাজার ফুট পর্যন্ত ওপর দিয়ে এ ছাইকে উড়তে দেখা যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে