রবিবার, ২৭ মে, ২০১৮, ১০:৩৫:২২

কারাগারে বাবা, পরীক্ষায় বোর্ডসেরা মুসলিম তরুণী!

কারাগারে বাবা, পরীক্ষায় বোর্ডসেরা মুসলিম তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন মুসলিম তরুণী সামা সাবির শাহ।

যার পিতা সাবির শাহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে বর্তমানে দিল্লীর তিহাড় কারাগারে বন্দি।

সামার স্কুলের প্রো-ভাইস চেয়ারম্যান বিজয় ধর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, স্কুলে পাশের হার ৯৯ দশমিক ৫ শতাংশ। স্কুলের ১৬০ জন এবার ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

আথওয়াজনের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী সামা ৯৭ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন।

উল্লেখ্য, শনিবার সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। এবছর পাশের হার ৮৩ দশমিক ১ শতাংশ। ৯৯ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম হয়েছেন গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে