বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১২:১৪:৫০

জীবন বাঁচাতে কাতারে আশ্রয় নিয়েছেন আমিরাত যুবরাজ!

জীবন বাঁচাতে কাতারে আশ্রয় নিয়েছেন আমিরাত যুবরাজ!

আন্তর্জাতিক ডেস্ক: জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে কাতারে আশ্রয় নিয়েছেন আমিরাতের যুবরাজ শেখ রশিদ বিন হামাদ আল শারকি
আবুধাবির শাসককের সমালোচনা করায় ৩১ বছর বয়সী এ যুবরাজের জীবন হুমকির মুখে পড়ে। যুবরাজ রশিদ বিন হামাদ আল ফুজাইরার শাসকের দ্বিতীয় ছেলে। 

আমিরাত শাসক ব্ল্যাকমেল এবং মানি লন্ডারিং করছেন অভিযোগ করে শাসকের বিরুদ্ধে বক্তব্য রাখেন তিনি। এছাড়া ইয়েমেন যুদ্ধে আমিরাতের সৈন্যদের নিয়ে আমিরাতের শাসকদের মধ্যে উত্তেজনা সম্পর্কেও মন্তব্য করেন তিনি।

আমিরাতে একশ’ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে