বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ০১:৪৫:২৮

হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম পিতৃভূমিতে ওবামা

হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম পিতৃভূমিতে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক:  প্রেসিডেন্ট পদ ত্যাগ করার পর প্রথমবারের মতো নিজের পিতৃভূমি কেনিয়া সফর করেছেন বারাক ওবামা। সেখানে তার সৎবোন ড. অউমা ওবামার একটি প্রতিষ্ঠানকে সমর্থন দিতে হাজির হয়েছিলেন তিনি। ড. অউমা কেনিয়াতে সাউতি কু নামের একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। 

এর উদ্দেশ্য হলো স্পোর্টস, বিভিন্ন রকম প্রশিক্ষণ ও ভকেশনাল সেন্টার হিসেবে ব্যবহার করা। কেনিয়ার গ্রামে বসবাসকারী যুব শ্রেণিকে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে দেয়াই এর লক্ষ্য। একই সঙ্গে পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে যুব শ্রেণি এখান থেকে নতুন দক্ষতা অর্জন করবে।

এই প্রতিষ্ঠানেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দু’দিনের সফরে তিনি তার পিতার আদি বাড়ি সিয়াইয়া কাউন্টিতে অবস্থিত নইয়াং’ওমা কিগেলো সফর করেন। এই গ্রামেই বড় হয়েছিলেন তার পিতা। এ ছাড়া বোনের ওই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ওবামা। 

সেখানেই তিনি কেনিয়াতে ২৭ বছর বয়সে তিনি প্রথম যখন সফরে গিয়েছিলেন সেই সময়কার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন ড. অউমা ওবামার সঙ্গে কীভাবে তিনি সময় কাটিয়েছেন। এ সময় বোনের এ উদ্যোগ যেন সফল হয় সে কামনা করেন। ওই সেন্টারটি উদ্বোধনের পরে ওবামা সেখানে নাচেন। তিনি বাস্কেটবল খেলেন। অনলাইনে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। 

এ নিয়ে ১৫ই জুলাই টুইটারে একটি পোস্ট দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তিনি লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় তিনি তার সঙ্গে ও ড. অউমা ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওবামার দেশে ফিরে যাওয়া নিয়ে তিনি লিখেছেন, আপনি ফিরে এসেছেন এটা আমাদের কাছে পরম আনন্দের। উল্লেখ্য, রাজনৈতিকভাবে ভীষণ বিভক্ত কেনিয়া। সেখানে অনুষ্ঠিত নির্বাচনে কেনিয়াত্তা বিজয়ী হওয়ার পর সেই বিভেদ আরো বড় করে দেখা দেয়। 

এরপর মার্চে প্রেসিডেন্ট কেনিয়াত্তা ও তার রাজনৈতিক বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা বৈঠক করে ঐকমত্য পোষণ করেন। বিভেদ দূর করে দেন। তাদের এ বৈঠককে বিস্ময়কর হিসেবে বর্ণনা করা হয়। এবারের সফরে ওই ওডিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ওবামার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে