সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১২:৫৭:২৯

নিহত ১৪, অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট

নিহত ১৪, অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছা নির্বাসনের পর গত রোববার দেশে ফিরেই সন্ত্রাসী হামলার শিকার হন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম।

অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেও ওই হামলায় ৯ নিরাপত্তাকর্মীসহ ১৪ জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক। রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে রোববার ওই আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের গাড়িবহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরই এ হামলা চালানো হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্টানেকজাই জানান, ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন তার সমর্থকরা। এ সময় পায়ে হেঁটে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে