বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০৯:০৯:১৬

ইন্দোনেশিয়া তুরস্ককে প্রত্যক্ষ সমর্থন করছে: এরদোগান

 ইন্দোনেশিয়া তুরস্ককে প্রত্যক্ষ সমর্থন করছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার কাউন্সিল উলামা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক হামলার বিরুদ্ধে তুরস্কের পক্ষে একাত্মতা প্রকাশ করেছে বলে বুধবার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর ইয়ানি সাফাক

বৈদেশিক বিষয়সংক্রান্ত কমিটির প্রধান মুহিদিন জুনায়েদী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে সমর্থন করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলো লক্ষ্য করে এবং তুরস্কের অঞ্চলের শক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য চাপ দিচ্ছে। জুনায়েদী বলেন, মুসলিমবিশ্ব মার্কিন ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের মুদ্রা ব্যবহার করতে হবে।

জুনায়েদী তুরস্কের অর্থনীতি ও বাণিজ্যিক মূল্যবোধের প্রশংসা করে বলেন, তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক হামলা থেকে ঘুরে দাঁড়াবে।

উল্লেখ্য, তুরস্কে আটক হওয়া যুক্তরাষ্ট্রের ধর্মযাজক এন্ড্রু ব্রানসনকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে