শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৩:৪৬

স্ত্রীর প্রতি সাবেক প্রধানমন্ত্রীর ভালোবাসার নজির, তারা যুগের শাহজাহান-মমতাজ

 স্ত্রীর প্রতি সাবেক প্রধানমন্ত্রীর ভালোবাসার নজির, তারা যুগের শাহজাহান-মমতাজ

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর প্রতি সাবেক প্রধানমন্ত্রীর ভালোবাসার অনন্য নজির। তারা যেন এ যুগের শাহজাহান-মমতাজ। সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে আগ্রায় তাজমহল নির্মাণ করেছিলেন। যুগে যুগে এখান থেকেও ভালোবাসার বাণী বইছে বিশ্বে।

স্ত্রীর পায়ে যাতে কাদা না লাগে তার জন্য তাকে পিঠে তুলে কাদা ভরা পাহাড়ি পথ পাড়ি দিলেন ভুটানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেরিং টোবগে।  টুইটারে এই ছবি পোস্ট হতেই তা রীতিমতো আলোড়ন ফেলেছে। 

প্রেমের জন্য সারা বিশ্বে বিখ্যাত যে সমস্ত জুটি রয়েছে, তাদের সঙ্গে একই সারিতে স্থান পেলেন টোবগে।  তিনি ২০১৩ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের অগাস্ট মাস পর‌্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

টুইটারে পোস্ট করা ছবিতে টোবগে লেখেন, ‘স্যার ওয়াল্টার রালের মতো ড্যাশিং নই, কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত তাই করলাম।’  ইতিহাস বলে, স্যার ওয়াল্টার রালে প্রথম এলিজাবেথের পায়ে যাতে কাদা না লাগে তার জন্য পরনের চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছিলেন।  

তবে এর সত্যতা নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। পোস্টের পর থেকে টুইটারে একের পর এক শেরিং বন্দনা চলছে।  একজন নারীকে কিভাবে নিখাদ ভালোবাসা এবং সম্মান দেখানো যায় তার এমন নজির আর কোথাও দেখা যায়নি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে