শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৬:১৬

মোদি সরকারের তিন তালাক বিরোধী আইনের বিরুদ্ধে কলকাতায় যৌথ মহাসমাবেশের ডাক

মোদি সরকারের তিন তালাক বিরোধী আইনের বিরুদ্ধে কলকাতায় যৌথ মহাসমাবেশের ডাক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মোদি সরকারের তিন তালাক বিরোধী আইনের বিরুদ্ধে যৌথ মহাসমাবেশের ডাক দিয়েছে কলকাতার ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’। সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ইসলামী শরীয়ার ওপরে নরেন্দ্র মোদি সরকারের অবাঞ্ছিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাৎক্ষণিক তিন তালাক নিয়ে কেন্দ্রীয় সরকার যে অধ্যাদেশ জারি করেছে তার প্রতিবাদে আগামী ৩ অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহাসমাবেশ করে যোগ্য জবাব দেয়া হবে।’

কামরুজ্জামান বলেন, ‘তালাকের মতো মুসলিমদের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় মোদি সরকার অনুপ্রবেশ করে যেভাবে স্বৈরাচারী পন্থায় পার্লমান্টেকে এড়িয়ে অর্ডিন্যান্স জারি করল তা ভারতের স্বাধীনতার ৭১ বছর পরে এক বিরল ঘটনা! কেননা কোনো ধর্মীয় বিষয়ে পার্লামেন্টকে এড়িয়ে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করবে এটি হচ্ছে ফ্যাসিবাদী উদ্যোগ। সংখ্যালঘু মুসলিমদের নিজস্ব বিষয়ে মোদি সরকার যেভাবে অনুপ্রবেশ করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একে কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং বরদাস্ত করা হবে না।’

তিনি বলেন, ‘তালাক বা শরীয়ার কোনো বিষয়েই সংযোজন বা পরিমার্জনের কোনো অবকাশ নেই। কেননা মুসলিমরা যে কানুনে বিশ্বাস করে তা হল ঐশীগ্রন্থ পবিত্র আল কুরআনের কানুন। শরীয়া আইনকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় তৈরি করা কোনো আইনকে মানার জন্য মুসলিম সমাজকে বাধ্য করা হবে তা মোটেও সমর্থনযোগ্য নয়। এর প্রতিবাদে আগামী ৩ অক্টোবর রাজ্যের ইমাম ও মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথভাবে কোলকাতায় এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। এখান থেকেই কেন্দ্রীয় সরকারকে যোগ্য জবাব দেয়া হবে।’ সূত্র: দ্যা মুসলিম মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে