মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১০:৪০:৩৮

রক্তাক্ত মৃত মানুষের উপর দিয়ে ছুটছে মানুষ, ব্রিজে যেন তাণ্ডব

রক্তাক্ত মৃত মানুষের উপর দিয়ে ছুটছে মানুষ, ব্রিজে যেন তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক: সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভার ব্রিজে পদপৃষ্ট হয়ে জখম অনেকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে মৃত দু’জন। আহতের সংখ্যা নিয়ে নানা মত।

অসমর্থিত সূত্রের খবর, ২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুর সাক্ষী হয়ে রয়েছে ফুটব্রিজের সিঁড়িতে লেগে থাকা রক্তের দাগ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ আর জুতোর পাহাড়। সেই দৃশ্যই বুঝিয়ে দিচ্ছে কত বড় দুর্ঘটনা হতে পারত। প্রাণ হানীর সংখ্যা কম হলেও দুর্ঘটনার গুরুত্ব কম নয়। জখম অনেকের আঘাতই গুরুতর।

কিন্তু কেন এমন ঘটল? স্থানীয় বাসিন্দা থেকে ট্রেন যাত্রীদের বক্তব্য, এদিন দুর্ঘটনা ঘটলেও এমনটা যে কোনও দিনই হতে পারে। এদিন স্টেশনে একই সময়ে ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের আপ লাইনে ট্রেন ঢুকে পড়ে। একই সময়ে অন্য প্ল্যাটফর্মেও একটি ট্রেন ছিল। এছাড়া ফুট ওভার ব্রিজে আগে থেকেই বেশ  কিছু যাত্রী হাঁটছিলেন। ফলে তিনটি  ট্রেনের যাত্রীরা এক সঙ্গে ব্রিজে ওঠায় মারাত্মক ভিড় হয়ে যায়। 

সেই সময়ে এক যাত্রী হোঁচট খেয়ে  ভিড়ের মধ্যে পড়ে গেলে তার উপর দিয়ে হুড়মুড়িয়ে আরও কয়েকজন যাত্রী গিয়ে পড়ে। ২০-২৫ জন গুরুতর জখম হন। তাদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে দু’জনের।

এই মুহূর্তে হাওড়া স্টেশনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম ব্যাস্ত রেল স্টেশন সাঁতরাগাছি। সেখান থেকে সারা দিনে প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে। এক সঙ্গে একাধিক ট্রেন এসে গেলে নামার যাত্রী ও ওঠার যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি প্রতিদিনের ঘটনা। এদিন তারই মারাত্মক পরিণতি হল।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে