সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮:২৪

পাকিস্তানকে চাপে ফেলতে মাস্টারস্ট্রোক যুক্তরাষ্ট্রের

পাকিস্তানকে চাপে ফেলতে মাস্টারস্ট্রোক যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা! পাকিস্তান যাতে চীনের ঋণ আইএমএফের (আন্তর্জাতিক অর্থভাণ্ডার) অর্থে শোধ না করতে পারে, সেদিকে কড়া নজর রেখেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে এই বিষয়ে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। খোদ এমন নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এই বিষয়ে বিশেষ চাপে পড়তে চলেছে পাকিস্তান। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

ঋণে জর্জরিত পাকিস্তান দেশের আর্থিক সঙ্কটকে সামাল দিতে আইএমএফের কাছে ৮০০ কোটি ডলার ঋণ চেয়েছে। আইএমএফ এবং পাকিস্তানের মধ্যে বৈঠকটি যদিও ফলপ্রসূ হয়নি। আমেরিকার ধারণা, চিনের কাছ থেকে নেওয়া বিপুল ঋণই পাকিস্তানের বর্তমান বেহাল অর্থনীতির জন্য দায়ী।

ট্রেজারির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড ম্যালপাস জানিয়েছেন, ‘আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই যে, আইএমএফের ঋণের অর্থ যেন চিনের ঋণ মেটাতে ব্যবহার করা না হয়।’ ইসলামাবাদ হয়ে ঋণের অর্থ বেইজিং যাচ্ছে না, এই বিষয়ে নিশ্চিত হলে তবেই পাকিস্তানকে ঋণ মঞ্জুর করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে