বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৬:২৭:২৭

উত্তর কোরিয়ায় বিস্ফোরণ, চীনে ফাটল

উত্তর কোরিয়ায় বিস্ফোরণ, চীনে ফাটল

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষার নামে বিস্ফোরণ ঘটায়। এর কারণে উত্তর কোরিয়াসহ বেশ বয়েকটি দেশেই ভূমিকম্প অনুভূত হয়েছে। চীনেরও কায়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই কম্পনের ভিডিও প্রকাশ করেছে চীন সরকার। যদিও চীনের যেই এলাকায়গুলোতে ভূমিকম্প হয়েছে তা উত্তর কোরিয়ার বিস্ফোরণস্থল থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত। তারপরও ভূমিকম্পের সময় ওই এলাকার খেলার মাঠগুলোতে ফাটল দেখা দিয়েছে। এবং ভূমিকম্পের সময় আশপাশের সব বাড়ি থেকে সে এলাকার বাসিন্দারা চিৎকার দিয়ে নিচে নেমে আসেন। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার চালানো কারণে ৫. ১ মাত্রার ভূমিকম্প হয়। চীনের পূর্বাঞ্চলের ইয়ানজি প্রদেশের একটি মহাসড়কে ভূমিকম্পের সময়কার একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে পুরো এলাকাটি কাঁপতে থাকে। অস্ট্রেলিয়ার বিস্ফোরক ও অস্ত্র বিশেষজ্ঞ ক্রিসপিন রোভারে বলেন, ‘হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটালে যেমন চীনে ভূকম্পন হয়, ঠিক তেমনটিই দেখা গেছে উত্তর কোরিয়ায়ও। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশটি দ্বিতীয় মাত্রার হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। আর প্রথম মাত্রার হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটলে কি অবস্থা না জানি হয়’? ৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে