বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৭:০৯:৩৩

মারা গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

মারা গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বেশ কিছু দিন ধরেই সেপসিস, নিউমোনিয়া এবং রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় তাকে ডিসেম্বরের ২৪ তারিখে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সস-এ (AIIMS)তে ভর্তি করা হয়েছিল। আইসিইউ-তে চিকিৎসাদিন থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজই তার মৃতদেহ জুম্মুতে নিয়ে যাওয়া হবে। মুফতি মোহাম্মদ সাঈদ ১৯৩৬ সালের ১২ জানুয়ারি জম্মু কাশ্মীরের বিজবেহারাতে জন্মগ্রহণ করেন। এর আগে ২০০২ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের মভেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন জম্মু কাশ্মীরের। ১৯৮৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও দায়িত্ব পালন করেছেন মুফতি মোহাম্মদ সাঈদ। ২০১৪ সালের ১ মার্চ পিডিপি-বিজেপি জোটে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুফতি মোহাম্মদ সাঈদ। তবে বিভিন্ন মহলে মনে করা হচ্ছে, তার জায়গায় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন তার মেয়ে মাহবুবা। মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি লিখেছেন, জম্মু-কাশ্মীরের মানুষের জন্যে মুফতি মোহাম্মদ সাঈদ যে কাজ করেছেন, তা আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার ট্যুইটার বার্তায় লিখেছেন, সাঈদের মৃত্যুর খবরে আমি শোকাহত। সাধারণ মানুষের জন্যে তার ভালোবাসা কখনও ভোলার নয়। ৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে