সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫২:২৬

সেই বিমান ঘাঁটির পাশের খালে মিলল আগ্নেয়াস্ত্রের ভান্ডার

সেই বিমান ঘাঁটির পাশের খালে মিলল আগ্নেয়াস্ত্রের ভান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিমান ঘাঁটির কাছেই একটি খালে মিলল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ভান্ডর। ওই ঘাঁটিতেই কয়েকদিন আগে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা দেশে হতবাক হয়ে যায় গোটা বিশ্ব। তা হলে কি নিরাপত্তা জোরদার করার ঘোষণা আসলে ফাকা বুলি? নাকি ‘সর্ষের মধ্যে ভূত’!

ভারতরে পাঠানকোটের বিমান ঘাটিতে গত ২ জানুয়ারির জঙ্গি হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে সেনাঘাঁটি কি সুরক্ষিত ? পাঠানকোটের মালিকপুরে বাচ্চারা খালে গোসল করতে গিয়ে দেখতে সন্ধান পায় এই অস্ত্রভান্ডরের। এতে রয়েছে ম্যাগাজিন ও তাজা কার্তুজ।

খালের জলস্তর খানিকটা কমে যাওয়ায় কিছু স্থানীয় বাচ্চা স্নান করতে নেমেছিল খালে। হঠাত্‍‌ই একজনের পায়ে ধাতব কিছু ঠেকে। সে ডুব দিয়েই তুলে আনে একটি ৩১৫ রাইফেল। স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এরপর তল্লাশি চালিয়ে খালের মধ্যে থেকে উদ্ধার করে আরও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

ডিএসপি কুলদীপ সিং-এর কথায়, 'একে ৪৭-এর দুটো ম্যাগাজিন ভর্তি ৫৯টি তাজা কার্তুজ। ইনসাস রাইফেলের ২৯টি কার্তুজ ও রাইফেল, ১৬ রাউন্ড গুলি। ঘটনার তদন্ত করা হচ্ছে।' গোটা পাঠানকোট জুড়ে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
০১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে